সাউথ ইস্ট ব্যাংকের প্রায় ৬ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় দুই সহোদরসহ চার ব্যবসায়ীকে পাঁচ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
তারা হলেন, নগরীর আগ্রাবাদের পোর্ট সিটি পলি এন্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাইনুদ্দিন মোহাম্মদ খসরু, ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম তালুকদার ও তার ভাই পরিচালক সাইফুল ইসলাম এবং মোহাম্মদ গালিব আল মাহদি। মাহদিও প্রতিষ্ঠানটির পরিচালক। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে বলেন, সাউথ ইস্ট ব্যাংক জুবলি রোড শাখা থেকে ঋণ নিয়ে খেলাপিতে পরিণত করায় দায়িকদের বিরুদ্ধে ২০১৯ সালে মালাটি দায়ের করা হয়।











