চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও নোয়া গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের চকরিয়া বানিয়ারছড়া স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
মহাসড়কের বানিয়ারছড়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. জাহাঙ্গীর আলম জানান, যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীতমুখি নোয়া গাড়ির সংঘর্ষ হয়। তবে দুই গাড়ির গতি অনেকটা শ্লথ থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। গাড়ি দুটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিল।
হাইওয়ে পুলিশের পক্ষ থেকে গাড়িগুলো সড়কের পাশ থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।