২০২০ সালের জাপান অলিম্পিকটা ছিল মার্কিন জিমনেস্ট সিমোন বাইলসের জন্য একটা দুঃস্বপ্ন। তবে এবারে প্যারিস অলিম্পিকে সে দুঃস্বপ্ন কাটিয়ে দারুণভাবেই প্রত্যাবর্তন করেছেন। আর সে প্রত্যাবর্তনে প্যারিস অলিম্পিকে তৃতীয় সোনা জিতলেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস। মেয়েদের ভল্ট ইভেন্টে ১৫.৩০০ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন জিমনেস্টিকসের এই উড়ন্ত পাখি । ১৪.৯৬৬ পয়েন্ট নিয়ে ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে জিতেছেন রূপা। আর ১৪.৪৬৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের জেড ক্যারি। তিন বছর আগে টোকিও অলিম্পিকে ভল্ট ইভেন্টে অংশ নেওয়ার আগেই আসর ছেড়ে চলে গিয়েছিলেন বাইলস। মানসিক অবসাদের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেবার স্বর্ণ জিতেছিলেন রেভেকা আন্দ্রাদে। কিন্তু এবার বাইলস থাকাতে স্বর্ণ ধরে রাখতে পারেননি তিনি। ভল্টে প্রথম ধাপে ১৫.৭০০ পয়েন্ট পান বাইলস। যদিও ০.১ পয়েন্ট কাটা হয় তার। দ্বিতীয় ধাপে ১৪.৯০০ পয়েন্ট অর্জন করেন তিনি। দুটো মিলিয়ে গড় পয়েন্টে তাকে কেউই ছাড়িয়ে যেতে পারেননি। এর আগে এবারের আসরে দলগত ও অলরাউন্ড ইভেন্টে স্বর্ণ জিতেন বাইলস। সবমিলিয়ে অলিম্পিকে তার স্বর্ণপদকের সংখ্যা ১০টি।












