তৃতীয় ম্যাচে স্বস্তির জয় মুক্তিযোদ্ধার

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:১৬ পূর্বাহ্ণ

শতদল ক্লাবের সাথে পয়েন্ট হারিয়ে এবারের প্রিমিয়ার ফুটবল লিগ শুরু করেছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে সে ক্ষতটাকে যেন আরো বড় করেছিল মুক্তিযোদ্ধা। তবে তৃতীয় ম্যাচে এসে স্বস্তির জয় পেয়েছে লালসবুজ জার্সিধারীরা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া্‌ চক্র ২০ গোলে হারিয়েছে চ্যাম্পিয়ন মাদারবাড়ি উদয়ন সংঘকে। তিন ম্যাচের একটিতে ড্র আর একটিতে হেরে মুক্তিযোদ্ধার সংগ্রহ ৪ পয়েন্ট। অপরদিকে তিন ম্যাচের দুটিতে হেরে তিন পয়েন্ট পেয়েছে মাদারবাড়ি উদয়ন সংঘ। গতকালের ঘটনাবহুল ম্যাচে দুই অর্ধে দুই গোল করেছে মুক্তিযোদ্ধা। লিগে প্রথমবারের মত লাল কার্ড দেখানো হয়েছে গতকাল। তাও একটি নয় দুটি। উদয়ন সংঘের ফুটবলার রায়হান এবং মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তা সরোয়ার আলম মনিকে লাল কার্ড দেখান রেফারী। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে মুক্তিযোদ্ধা।

ম্যাচের শুরু থেকেই আক্রমন এবং বল দখল দুই বিভাগেই এগিয়ে ছিল মুক্তিযোদ্ধা। আর সে সুবাদে ৪ মিনিটেই সুযোগ এসেছিল তাদের সামনে। কিন্তু মাঝ মাঠ দিয়ে আক্রমনে উঠে ডি বঙে জিল্লুর রহমান যে হেড নেন তা চলে যায় ক্রসবার উঁচিয়ে। ৩০ মিনিটে অবশ্য এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। শাওনের কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড করেছিলেন মুক্তিযোদ্ধার এক খেলোয়াড়। বল গিয়ে হাতে লাগে উদয়নের এক ডিফেন্ডারের। রেফারি পেনাল্টি ঘোষনা করে। আর সে পেনাল্টি শট নেন জিল্লুর রহমান। কিন্তু তার শট প্রথমবার রুখে দিলেও ফিরতি শটে বল জড়ান জালে। মুক্তিযোদ্ধা এগিয়ে যায় ১০ গোলে। তবে দ্বিতীয় শটের প্রতিবাদে উদয়নের খেলোয়াড়রা প্রতিবাদ জানাতে থাকে রেফারীর কাছে। তাদের সাথে যোগ দেন কর্মকর্তারাও। শেষ পর্যন্ত অবশ্য খেলা আবার শুরু হয়। প্রথমার্ধে সেই এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটে মাঠের পশ্চিম প্রান্তে একটি ফাউলের ঘটনায় বচসা সৃষ্টি হয়। এ ঘটনায় মুক্তিযোদ্ধার কর্মকর্তা সরোয়ার মনিকে প্রথমে হলুদ কার্ড এবং পরে লাল কার্ড দেখান রেফারী। আর উদয়ন সংঘের খেলোয়াড় রায়হানকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারী। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধা। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে বা প্রান্ত থেকে শাওনের কর্নার। উড়ে আসা বলে ইকবাল যে হেড নেন তা চলে যায় সাইডবার ঘেষে। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করে মুক্তিযোদ্ধা। এবার দারুন এক বুঝাপড়ায় গোল আদায় করে নেয় মুক্তিযোদ্ধা। বাম প্রান্ত থেকে আকিবের নিখুত ক্রস। আর তাতে আরো নিখুত হেড আজিজুলের। বল ঠিকানা খুজে নেয় জালে। ব্যবধান দাড়ায় ২০। এরপর আর কোন দলই গোল করতে পারেনি। ফলে এবারের লিগে প্রথম জয় পেল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ম্যাচের পর উদয়নের সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকে। ফলে রেফারীদের ভিন্ন পথে মাঠ থেকে বের হতে হয়। গতকালের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের জিল্লুর রহমান। তার হাতে পুরষ্কার তুলে দেন জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ।

আজকের খেলা : শতদল ক্লাব বনাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ (বিকেল সোয়া তিনটা)

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বালিকা ফুটবলাররা সংবর্ধিত
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ দলে নাফিস ইকবালও নেই