রাউজান উপজেলা বিএনপির তিন নেতার দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করেছে কেন্দ্র। এরা হচ্ছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ মেম্বার ও নুরুল হুদা চেয়ারম্যান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে শামীর কাদের চৌধুরী। শামীর কাদের উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য ছিলেন। গতকাল সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠি দিয়ে তাদের পদ স্থগিত করার বিষয়টি জানানো হয়। এর আগে গত ৫ নভেম্বর তাদের শোকজ করা হয়। এর সন্তোষজনক জবাব না দেয়ায় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ে তিন মাসের জন্য পদ স্থগিত করা হয় বলে জানান রুহুল কবির রিজভী।











