বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ ম্যাচ আজ। এরই মধ্যে টুর্নামেন্টের শেষ চারের তিন দল নিশ্চিত হয়ে গেছে। দল তিনটি হচ্ছে চট্টগ্রাম, ঢাকা এবং খুলনা। বাকি আছে একটি জায়গা। কিন্তু দল রয়েছে দুটি। কোন দল যাবে সেটা নিশ্চিত হবে আজ। বরিশাল নাকি রাজশাহী সেটা নিশ্চিত হবে আজ। দু দলই মাঠে নামবে আজ। তামিমের বরিশালের প্রতিপক্ষ যেখানে ঢাকা সেখানে রাজশাহীর প্রতিপক্ষ উড়তে থাকা চট্টগ্রাম। রাজশাহী এবং বরিশাল এই দুই দলের মধ্যে যদি একটি দল হারে আর অন্য দল জিতে তাহলে জয়ী দল যাবে শেষ চারে। আর যদি দুটি দলই হারে বা জিতে তাহলে অন্য হিসেবে যেতে হবে। তখন নেট রান রেটের হিসেব আসবে। কারণ সাত ম্যাচ শেষে দু দলেরই পয়েন্ট সমান চার। তবে রান রেটের দিক থেকে এগিয়ে রাজশাহী। আর সে কারনেই পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে তারা। এখন আজকের ম্যাচে শুধু জিতলেই হবেনা, সাথে রান রেটের বিষয়টাও মাথায় রাখতে হবে দল দুটিকে।
বরিশাল এবং ঢাকার প্রথম পর্বের লড়াইয়ে জয় ঢাকারই ছিল। তবে আজ জিততেই হবে তামিমের দলকে। অপরদিকে চট্টগ্রাম আর রাজশাহীর প্রথম মোকাবেলায় জয় ছিল চট্টগ্রামেরই। কিন্তু আজ ভিন্ন প্রেক্ষাপট। আগের ম্যাচে তামিমের দলের বিপক্ষে মুল একাদশের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রেখেও সহজে জিতেছিল চট্টগ্রাম। এখন দেখার বিষয় আজ রাজশাহীর বিপক্ষে কেমন দল নামায় চট্টগ্রাম। তবে আজকের ম্যাচ দুটি ডু অর ডাই বরিশাল এবং রাজশাহীর জন্য। কারন টুর্নামেন্টে এরই মধ্যে ৫টি করে ম্যাচে হেরেছে দল দুটি। জিতেছে মাত্র দুটি করে ম্যাচ। আজ হারের চিন্তা করার কোন সুযোগ নাই। তামিমের বরিশাল আগের ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির চট্টগ্রামের কাছে হারলেও তার আগের ম্যাচে দুইশর বেশি রান টপকে হারিয়েছিল রাজশাহীকে। সে ম্যাচটি আজ আবার খেলতে চায় তামিমের দল। তামিমদের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে পাঁচটায়।












