ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প

উৎপত্তিস্থল সিলেটে

আজাদী ডেস্ক | শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল বেলা পৌনে ১১টার দিকে মৃদু ও হালকা ভূমিকম্প অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৫। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, বেলা ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ, যা ঢাকা ভূমিকম্প সেন্টার থেকে ২০২ কিলোমিটার উত্তরপূর্ব দিকে। খবর বাসসের।

এর আগে গত ৫ মে ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সেদিন ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩।

বাংলানিউজ জানায়, প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে সিলেট বিভাগের কয়েকটি জেলা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধহেম কুমারের বাগানে ২৪ প্রকারের আম
পরবর্তী নিবন্ধকমছে ফসলি জমি, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য