ডিসি হিলে কোয়ান্টাম ফাউন্ডেশনের অনুষ্ঠান

| শনিবার , ২৯ মে, ২০২১ at ৫:১৮ পূর্বাহ্ণ

ডিসি হিল মুক্তমঞ্চে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের উদ্যোগে গতকাল শুক্রবার শতায়ু অঙ্গন, উজ্জীবন ও ইয়োগা প্রভাতী সংগঠনগুলোর সার্বিক সহযোগিতায় আয়োজিত হয় বিশ্ব মেডিটেশন দিবসের অনুষ্ঠান। সকালে শুরু হয় কোয়ান্টাম মেথডের উদ্ভাবক, প্রশিক্ষক শহীদ আল বোখারীর এক অডিও শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে। এরপর সাড়ে তিনশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে মেডিটেশন শুরু হয়। পরবর্তী পর্বে লেখক ও আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কো-অর্ডিনেশন এসএম সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মুসলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইয়োগা প্রভাতীর সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ, শতায়ু অঙ্গনের কার্যকরী সভাপতি রুস্তম আলী, শতায়ু অঙ্গনের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর।
প্রধান অতিথি বলেন, শরীর মন পরস্পরের পরিপূরক। শরীরকে ভাল রাখতে যেমন ব্যায়াম করা দরকার মনকে ভাল রাখতে প্রয়োজন মনের ব্যায়াম, এটাই মেডিটেশন। পাশ্চাত্যের বড় বড় ইউনিভার্সিটিতে এখন মেডিটেশন বিষয়ে পাঠদান করা হচ্ছে, সে তুলনায় অনেক সহজে আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় মেডিটেশন শিখতে পারি ও করতে পারি। সমাপনী বক্তব্য দেন, এসএম সাজ্জাদ হোসেন। বিকালে পতেঙ্গা সমুদ্র সৈকতেও মেডিটেশনের আরেকটি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে কোয়ান্টামের সদস্যরা ছাড়াও একাত্ম হন সাধারণ দর্শনার্থী। উল্লেখ্য গত ২১ মে ছিল বিশ্ব মেডিটেশন দিবস যা বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে পালিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে শিক্ষা বিস্তারে অবদান রেখেছেন ওয়াহেদ মাস্টার
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে ২শ চোরাই রেভিনিউ স্ট্যাম্প জব্দ যুবক আটক