দৃষ্টি চট্টগ্রামকে একটি গিগা টেক ব্যন্ডের কমিপউটার উপহার দিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সমপাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গত ২৪ অক্টোবর এম এ আজিজ স্টেডিয়ামে দৃষ্টি সভাপতি মাসুদ বকুলের হাতে কমিপউটারটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন দৃষ্টির সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত। হস্তান্তর অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ আন্দোলন শুরু করেছেন। ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয়, সেটি এখন বাস্তবতা। উল্লেখ্য, দৃষ্টি চট্টগ্রাম প্রতিষ্ঠিত সাফিয়া গাজী দৃষ্টি লার্নিং সেন্টারে করোনা পরবর্তী সময় থেকে প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীরা বইপড়া এবং কম্পিউটার ব্যবহারের সুযোগ পাবে। প্রেস বিজ্ঞপ্তি।
 
        
