টিকা নিলেন আরও ১৯ হাজার মানুষ

দ্বিতীয় ডোজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল শনিবার আরও ১৯ হাজার ৯৪ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর মধ্যে জেলার বিভিন্ন উপজেলার ৯ হাজার ৫৯৫ জন এবং নগরীর ৯ হাজার ৪৯৯ জন। এ নিয়ে গত ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ কার্যদিবসে চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৯০ হাজার ৪৭৩ জন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ৯৬ হাজার ৩৫৭ জন ও জেলার বিভিন্ন উপজেলার ৯৪ হাজার ১১৬ জন করোনার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার প্রথম ডোজ দেয়া শুরু হয়। গতকাল শনিবারও অনেকে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শনিবার জেলার ৭০০ জন ও নগরীর ১ হাজার ১৪৬ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এ পর্যন্ত মোট ৪ লাখ ৫১ হাজার ৯৩৯ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ২ লাখ ৫২ হাজার ৩১৯ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১ লাখ ৯৯ হাজার ৬২০ জন করোনার প্রথম ডোজ গ্রহণ করেন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় ঢেউয়ের তীব্রতার কারণ কী
পরবর্তী নিবন্ধআরও ৬ এলাকায় সংক্রমণ বাড়ছে