চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ রাউন্ড শেষে ২ জন খেলোয়াড় পূর্ণ ৫পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এরা হলেন– ফিদে মাস্টার আবদুল মালেক ও সজীব দাশ। ৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছেন আসিফ মাহমুদ, রাব্বি সেলিম, নাসির হাসান, তুষিন তালুকদার ও রাফি ইসলাম। ৬ষ্ঠ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার আবদুল মালেক মো. ইউসুফকে, সজীব দাশ রাফি ইসলামকে, আসিফ মাহমুদ মির্জা আরিফুর রহমানকে, রাব্বি সেলিম মে.: সুলতানকে, নাসির হাসান শাহিন রিশাদকে ও তুষিন তালুকদার ওমর খালেদকে পরাজিত করে। আজ বিকাল ৩টায় ৭ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।












