নগরীর জিইসি মোড়ে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির সদস্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার উদ্যোগে মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনামূলক গতকাল সোমবার মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জনগণকে মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার অনুরোধ জানান। সীমিত পরিসরে চলাচল করে প্রয়োজন ব্যতিরেকে ঘরের বাইরে না আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় এখন পর্যন্ত করোনা সংক্রমণ বাংলাদেশে নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। এসময়
আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী। এছাড়া মহানগর ছাত্রলীগের সহ- সভাপতি আবু আরিফ, রুমেল বড়ুয়া রাহুল, রোটারিয়ান হেলাল উদ্দিন, ইঞ্জিনিয়ার নোমান, পারভেজ, মুজাহিদুল ইসলাম রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












