জাতীয় জাদুঘরে স্থান পেল অধ্যক্ষ জসীম উদ্দীন সম্পাদিত ‘বার্ষিকী’

| মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৮:০০ পূর্বাহ্ণ

প্রবীণ অধ্যক্ষ জসীম উদ্দীন হায়দার চৌধুরী কর্তৃক স্বহস্তে লিপিকরণকৃত, চিত্র-অলংকৃত এবং এককভাবে সম্পাদিত রাউজানের প্রাচীন সামাজিক সংগঠন কোয়েপাড়া সুহৃদ সংঘের ‘শিখা’ নামক বার্ষিক সাময়িকীর ১৩৬৩ এবং ১৩৬৪ বঙ্গাব্দের হস্ত-লিখিত দু’টি পৃথক সংখ্যা (মূল কপি প্রায় সত্তর বছরের পুরনো) সামাজিক সংস্কৃতি ও চিত্রকলা চর্চার ঐতিহাসিক নিদর্শন ও উপাদান হিসেবে ঢাকার শাহ্‌বাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত হয়েছে। সামাজিক ইতিহাসের গবেষণার সুবিধার্থে-সংরক্ষণ ও প্রদর্শনের উদ্দেশ্যে গ্রহণ করে, জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ অধ্যক্ষ বরাবরে যথারীতি স্বীকৃতি স্মারক ইস্যু করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগর মহিলা দলের বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধসাধনপুর ইউপি চেয়ারম্যান কামালকে হত্যার হুমকি