জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, দলের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত থাকলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যর্থ হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ জনগণের মধ্যে তুলে ধরতে হবে। তিনি গতকাল শনিবার পটিয়া পৌরসভা আ.লীগের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌরসভা আ.লীগের সভাপতি আলমগীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এন এ নাছিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, আ.লীগ নেতা আবদুল খালেক, আলমগীর খালেদ। বক্তব্য রাখেন ফজলুল হক আল্লাই, নাছির উদ্দিন পদ্মা, বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন, পৌর কাউন্সিলর গোফরান রানা, সাইফুল্লাহ পলাশ, সোহেল মো. নিজাম উদ্দীন, নুরুল করিম, শহিদুল আলীম, পৌর কাউন্সিলর মো. জসিম উদ্দীন, নাছির উদ্দীন, গিয়াস উদ্দিন আজাদ, সরওয়ার কামাল রাজিব, শফিউল আলম, মহিলা কাউন্সিলর বুলবুল আকতার, ইয়াছমিন আকতার ছাড়াও উপজেলা ও পৌরসভার আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।












