চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি জনগণের দল। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন জনগণের উন্নয়নে কাজ করেছিল। আজ আমরা ক্ষমতায় নেই, কিন্তু জনগণের দল হিসাবে বিএনপি অতীতের ন্যায় জনগণের পাশে আছে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ গৃহবন্দি করে রেখেছে এ সরকার। মৌলিক অধিকার চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। মানুষের মনে আজ আনন্দ নেই, দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে।
তিনি গতকাল মঙ্গলবার বিকালে ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, এই সরকারের কাছে কেউ নিরাপদ নয়। বিএনপি নিরাপদ নয়, সাংবাদিক নিরাপদ নয়, সর্বোপরি কোনো সাধারণ মানুষও নিরাপদ নয়। নিরাপদ শুধু সরকার দলীয় লোকজন।
ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দেওয়ানবাজার ওয়ার্ডের সভাপতি খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী, কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান। আরও উপস্থিত ছিলেন মহানগর সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপির সহসভাপতি সিরাজুল হক, মো. হাসান আলী, মো. আলমগীর, মনসুর আলম, হারুনর রশিদ, মোহাম্মদ লিয়াকত আলী, মো. হাশেম, মো. জামাল উদ্দিন, মোহাম্মদ আলী, খোকন মজুমদার, নরুল আজিম, মো. রিপন, মোরশেদ আলী, এরশাদ আলী, মো. মানিক, মো. ইয়াকুব আলী জুয়েল, আরশে আজিম আরিফ, ফারুক, মকবুল, শওকত, মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।