নগরীর এস এস খালেদ রোডের আসকার দীঘি অংশে এক মাইক্রোবাস চালক ছিনতাইকারীর খপ্পরে পড়েন। তবে তিনি ঘাবড়ে যাননি। ছিনতাইকারীরা রিপন নামের ওই মাইক্রোবাস চালকের গলায় ধারালো ছুরি ধরে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর ছিনতাইকারীদের দুজন পালিয়ে যায়। এ সময় সাহসিকতার সাথে একজন ছিনতাইকারীকে ঝাপটে ধরে ফেলেন রিপন নিজেই। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পরে ওই ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত শুক্রবার গভীর রাতে জিইসি মোড়ে নিজের মাইক্রোবাস পার্কিংয়ে রেখে একটি রিকশা নিয়ে বাসায় যাচ্ছিলেন রিপন। এরমধ্যে কোতোয়ালী থানাধীন এস এস খালেদ রোডের আসকার দীঘি এলাকায় পৌঁছালে তিনজন ছিনতাইকারী অপর একটি রিকশাযোগে তার পিছু নেয়। একপর্যায়ে গতিরোধ করে তাকে রিকশা থেকে নামিয়ে ফেলে এবং গলায় ধারালো ছুরি ধরে মোবাইল ফোন ও নগদ টাকাসহ সবকিছু নিয়ে নেয়। এসময় ছিনতাইকারীদের সাথে রিপনের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। তখন দুই ছিনতাইকারী পালিয়ে যায়। তবে একজনকে ধরে ফেলেন রিপন। ওই সময় সেখানে হাজির হয় পুলিশ। পরে আটককৃত ছিনতাইকারীকে থানায় নিয়ে যাওয়া হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম দৈনিক আজাদীকে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।










