ছনহরায় ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব উৎসব কাল শুরু

| বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:১৪ পূর্বাহ্ণ

পটিয়ার ছনহরা গ্রামে ছনহরা শাখা সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকূলচন্দ্রের দুই দিনব্যাপি ১৩৩তম আবির্ভাব মহোৎসব আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে। প্রথমদিনের কর্মসূচিতে রয়েছে সমবেত প্রার্থনা, সদ্‌্‌গ্রন্থাদি পাঠ, অধিবাসকৃত্য অনুষ্ঠান, মাতৃসম্মেলন, সঙ্গীতানুষ্ঠান, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও প্রসাদ বিতরণ। দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে ঠাকুরের জন্মলগ্ন ঘোষণা, ঊষা কীর্ত্তন, মঙ্গল শোভাযাত্রা, সমবেত প্রার্থনা, ঠাকুর পূজা, দীক্ষাদান, ফ্রি চিকিৎসা ক্যাম্প, শিক্ষাবৃত্তি প্রদান, ধর্মসভা, ভক্তিমূলক সঙ্গীত, ধর্মীয় নাটক ও প্রসাদ বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলর প্রার্থী ইয়াছিরের গণসংযোগ
পরবর্তী নিবন্ধশাহছুফি হাঁছি ফকিরের ওরশ ২৮ ফেব্রুয়ারি