চুনতীতে বার্ষিক ত্বরিকত সম্মেলন কাল

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

লোহাগাড়া চুনতির শাহ মাওলানা হাবিব আহমদ (রহ.) কর্তৃক প্রবর্তিত ইমামে রব্বানী মুজাদ্দিদে আলফেসানী (রহ.) এবং আউলিয়ায়ে তরীকতের শিক্ষা ও জীবনাদর্শ আলোচনা উপলক্ষে ৩৯তম বার্ষিক তরীকত সম্মেলন আগামীকাল ৩ মার্চ চুনতী সীরত ময়দানে অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত তরীকত সম্মেলন চলবে। এতে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের যুগ পূর্তি
পরবর্তী নিবন্ধকরোনায় চট্টগ্রামে নতুন ৪৭ জন আক্রান্ত