“চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেড” এর উদ্যোগে ক্লাব মেম্বারদের অংশগ্রহণে “প্রেসিডেন্ট‘স কাপ পুল, সুকার, টেবিল টেনিস এবং দাবা টুর্নামেন্ট গতকাল ক্লাবের পুলরুমে শুরু হয়েছে। উক্ত টুর্নামেন্ট উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট ডাঃ বিশ্বনাথ দাশ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মেম্বার ইনচার্জ ওয়ালিউল আবেদীন শাকিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাশফিক–উল–হাসান এবং কমিটি মেম্বার যথাক্রমে– ডা. মেজবাহ উদ্দিন আহম্মদ, ফসিউল আলম তাসকিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাব সদস্য এডভোকেট রফিকুল আনোয়ার চৌধুরী, এম.আর. দে (এফসিএ), মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ছগির চৌধুরী, মো. মুহিতুল আলম, মোহাম্মদ আবছার মিয়া, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ সানাউল্লাহ, ডা. মোহাম্মদ লিয়াকত আলী খান, মাহাবুবুর রহমান, মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, আবদুল মুকিত চৌধুরী প্রমুখ।