চার বছরে ভোটার বেড়েছে পৌনে ৯ লাখ

নগর ও জেলার ১৬ আসন বৃদ্ধির হার ১৫ দশমিক ৫৭ শতাংশ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ মার্চ, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

চূড়ান্ত ভোটার তালিকায় গত ১ মার্চ পর্যন্ত নগরীর ৪১ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ১২৫ জন। এর আগে ২০২২ সালের ১ মার্চ পর্যন্ত এই ৪১ ওয়ার্ডে ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ৬২ হাজার ৯০৫ জন। এদিকে গত ১ মার্চ পর্যন্ত জেলার ১৫ উপজেলায় চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৪৪লাখ ৮৩ হাজার ১২৯জন। এর আগে ২০২২ সালের ১ মার্চ পর্যন্ত জেলার ১৫ উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৪০ লাখ ২৬ হাজার ৩৩০জন। সর্বশেষ গতকাল প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় (২০২৩ সালের ১ মার্চ পর্যন্ত) নগরীর ৪১ ওয়ার্ড ও জেলার ১৫ উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৫ হাজার ২৫৪ জন। ২০২২ সালের ১মার্চ পর্যন্ত চট্টগ্রাম মহানগরী ও জেলায় মিলে মোট ভোটার সংখ্যা ছিল ৫৯ লাখ ৮৯ হাজার ২৩৫জন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬ আসনে সর্বশেষ চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৫ হাজার ২৫৪ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ভোটার সংখ্যা ছিল ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। চার বছরের ব্যবধানে ভোটার বেড়েছে ৮ লাখ ৭৭ হাজার ৭৮৯ জন। এ সময়ে ভোটার বৃদ্ধির হার ১৫ দশমিক ৫৭ শতাংশ। এই ব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম বলেন, ২ মার্চ সারাদেশের মতো চট্টগ্রামেও জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে সারাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চট্টগ্রামে ১৬ সংসদীয় আসনে (নগরীর ৪১ ওয়ার্ড ও ১৫ উপজেলা) চূড়ান্ত ভোটার তালিকায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ১৫ হাজার ২৫৪ জন। এরাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন।

চট্টগ্রামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নগরী ও জেলার ১৬ আসনে গত চার বছরে পৌনে ৯ লাখের বেশি ভোটার বেড়েছে।

এদিকে সারাদেশে তালিকা হালনাগাদের পর ভোটার সংখ্যা বেড়েছে ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন। সে হিসাবে বর্তমানে দেশে মোট ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জনে। এ বছর ভোটার বৃদ্ধির হার ৫ দশমিক ১৮ শতাংশ।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

২০২২ সালের ২ মার্চ দেশে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন। চলতি বছরের একই সময়ে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জনে।

পূর্ববর্তী নিবন্ধমেজবান খেয়ে বাড়ি ফেরা হল না শিশু সিয়ামের
পরবর্তী নিবন্ধভালোবেসে বিয়ে, মারধরের শিকার হয়ে মৃত্যু