চাম্বলের ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর শপথ গ্রহণ

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৫:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর বহুল আলোচিত চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বদিউল আলমের সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
শপথ গ্রহণ শেষে চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। এ সময় কালীপুর ইউপি চেয়ারম্যান আনম শাহাদাত আলম, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কফিল উদ্দীন, ছনুয়া ইউপি চেয়ারম্যান এম হারুনুর রশিদ, শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, কাথরিয়া ইউপি চেয়ারম্যান ইবনে আমিন, অ্যাডভোকেট রায়হাদ চৌধুরী রণি, যুবলীগ নেতা জাহেদ আকবর জেবু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নানা কারণে কয়েকবার পিছিয়ে যাওয়ার পর গত ১২ অক্টোবর অনুষ্ঠিত হয় চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে অস্ত্রসহ চাঁদাবাজ আটক
পরবর্তী নিবন্ধসুফি দর্শনের ভিত্তিতে দেশ গড়ার ডাক