চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উন্নয়ন প্রকল্পের পরিচালকের (পিডি) উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সংস্থাটির কর্মকর্তা–কর্মচারীরা। গতকাল বিকেলে টাইগারপাসস্থ অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এদিকে হামলার বিষয়টি ‘অনাকাঙ্ক্ষিত’ দাবি করে নিন্দা জানিয়েছে চসিক ঠিকাদার সমিতি। বিবৃতি দিয়ে নিন্দা জানান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন নেতৃবৃন্দ। এছাড়া রাঙামাটিতে মানববন্ধন করেছেন প্রকৌশলীরা। জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারীবৃন্দ ব্যানারে আয়োজিত মানবন্ধনে দাবি করা হয়, পূর্ব পরিকল্পিতভাবে প্রকল্প পরিচালম মো. গোলাম ইয়াজদানির উপর হামলা করা হয়েছে। মাননবন্ধন থেকে হামলায় জড়িত সাহাবুদ্দিনসহ সকলকে গ্রেপ্তার করে দৃষ্টামূলক শাস্তির দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, প্রকৗশলী তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, মুনিরুল হুদা, নগরপরিকল্পনাবিদ মো. আবদুল্লাহ ওমর, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।
ঠিকাদার সমিতির নিন্দা : চসিক কার্যালয়ের পিডির দপ্তরে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চসিক ঠিকাদার সমিতি। গতকাল বিকেলে অনুষ্ঠিত ঠিকাদার সমিতির জরুির সভা থেকে এ নিন্দা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সৈয়দ মাহমুদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবু ফরহাদ চৌধুরী সাবু।
আইইবি প্রাক্তন নেতৃবৃন্দের বিবৃতি : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
রাঙামাটিতে মানববন্ধন : হামলার প্রতিবাদে রাঙামাটিতে এলজিইডির প্রকৌশলীসহ কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল মানববন্ধন করেছে।এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি এলজিইডির তত্ববধায়ক প্রকৌশলী আব্দুর রশীদ খান, রাঙামাটি অঞ্চলের নির্বাহী মোহন চাকমা, রাঙামাটি সদর উপজেলার প্রকৌশলী প্রণব রায় চৌধুরী, সহাকারী প্রকৌশলী এরফানুল কবির।










