বর্তমান সময়ে পর্যাপ্ত মাঠের অভাবে খেলাধুলা করতে পারে না শিশু–কিশোর ও যুবকরা। ফলে খেলাধুলা করতে না পেরে অনেকেই পা বাড়ায় চুরি, ছিনতাই, ইভটিজিংসহ নানান ধরনের সামাজিক অপরাধে। চন্দনাইশের মাটিতে আজ যে স্পোর্টস জোনের উদ্বোধন হলো তাতে শুধু চন্দনাইশ নয়, দক্ষিণ চট্টগ্রামের ক্রীড়া প্রেমিরা খেলাধুলার সুযোগ পাবে। গতকাল বুধবার সকালে চন্দনাইশের বাগিচাহাট সংলগ্ন এলাকায় চট্টগ্রাম স্পোর্টস জোনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। স্পোর্টস জোনের উদ্যোক্তা মো. আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ও গোলাম কিবরিয়া ডিবলু এবং মোহাম্মদ সালাউদ্দীনের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব, উপজেলা আ’লীগের সহ–সভাপতি মাষ্টার আহসান ফারুক, সদস্য এফ.এম দিদারুল আলম চৌধুরী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, সম্রাট, নিশান, কাফি প্রমুখ।