চট্টগ্রামে ৩১ বছর পালিয়ে থাকা আসামি গ্রেফতার

| সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৬:১৪ অপরাহ্ণ

দীর্ঘ ৩১ বছর পালিয়ে থাকার পর ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. নাছির প্রকাশ নাজিম উদ্দিনকে (৫৫) গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

রবিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগর পুলিশ। নাজিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায়।

সিএমপি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি ডাকাতির ঘটনার পর গত ৩১ বছর দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল নাজিম উদ্দিন। এরমধ্যে আদালত তাকে ওই মামলায় ১৩ বছরের সাজা দিয়েছেন। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ইউনিয়ন পরিষদ সেবা সপ্তাহের উদ্বোধন
পরবর্তী নিবন্ধঅপহরণ মামলায় চট্টগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার