চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ১০৮ জনের করোনা শনাক্ত

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২ ফেব্রুয়ারি, ২০২১ at ১:০১ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০৮ জনের। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ১৩৫ জন। এ সময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে পজেটিভ শনাক্ত হন ১৭ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৬৩টি নমুনা পরীক্ষা করে ১৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩০টি নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১৪টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।-বাংলানিউজ

বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২১টি নমুনা পরীক্ষা করে ০৬ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যারে ১২৮টি নমুনা পরীক্ষায় ৫৯ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনও নমুনা পরীক্ষা করা হয়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১০৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৫৮৭টি। আক্রান্তদের মধ্যে নগরে ৭৪ জন এবং উপজেলায় ৩৪ জন।

পূর্ববর্তী নিবন্ধ‘কুতুবদিয়ার ইতিহাস’ দ্বীপবাসীর জন্য নতুন মাইলফলক
পরবর্তী নিবন্ধচন্দনাইশে এলডিপি প্রার্থী আইনুল কবির ও সাবেক মেয়র আইয়ুব জেল হাজতে