আগামী রোববার অনুষ্ঠেয় বিভাগীয় তারুণ্যের সমাবেশ ‘সফল’ করতে দুই দিন যৌথভাবে প্রচারপত্র বিলি করবে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। গতকাল নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে অনুষ্ঠিত যৌথ প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার সকাল ১১টায় নতুন ব্রিজ, বেলা ১২টায় বহদ্দারহাট, দুপুর ১ টায় মোহরা কামাল বাজার, বিকাল ৩ টায় অক্সিজেন মোড়, বিকাল ৪টায় ওয়াসা মোড়ে এবং বৃহস্পতিবার সকাল ১১টায় পাহাড়তলী বাজার, বেলা ১২ টায় ইপিজেড় মোড়, দুপুর ১ টায় আগ্রাবাদ, বিকাল ৩টায় কদমতলী মোড়, বিকাল ৪টায় রেয়াজ উদ্দিন বাজার এবং বিকাল ৫টায় আন্দরকিল্লাহ প্রচারণা চালানো হবে। প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। মাহবুবের রহমান শামীম বলেন, জনগণ ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য রাজপথে নেমে এসেছে। এবার ভোট ডাকাত সরকারের আর শেষ রক্ষা হবে না। আবুল হাশেম বক্কর বলেনে, সরকার গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করার মাধ্যমে জনগণের আশা–আকাঙ্ক্ষাকে পদদলিত করে দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। চলমান ভয়াবহ দুঃশাসন রুখে দিতে জনগণকে সম্পৃক্ত করে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের পরিচালনা বক্তব্য রাখেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।