চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) গুলিবিদ্ধ ও ছুরিকাঘাতে আহত অবস্থায় আনা মোহাম্মদ হারুন (৫২) ও মাহমুদ হাসান (২৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার। মোহাম্মদ হারুন মারা যায় বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় আর মাহমুদ হাসান মারা যান সন্ধ্যা ৬ টায়।
তবে তারা কিভাবে আহত হয়েছেন, কারা হামলা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানেনা চমেক কর্তৃপক্ষ।
জানা যায়, চট্টগ্রাম নগরীর ডবলমুরিং আসকারাবাদে ঘটে যাওয়া ঘটনায় আহত হন মোহাম্মদ হারুন। এদিকে মাহমুদ হাসান ফেনী জেলার চাঁনদিয়া এলাকায় আহত হন। মাহমুদ হাসানকে আহত অবস্থায় প্রথমে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করানো হয়।
সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। নিহত হারুনকে আহত অবস্থায় সরাসরি চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত মোহাম্মদ মাহমুদ হারুন ময়মনসিংহের ডাঃ শামসুল আলমের ছেলে। তিনি থাকতেন চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায়। আর নিহত মাহমুদ হাসান ফেনী জেলার চাঁনদিয়া এলাকার নোমান হোসাইনের ছেলে।












