চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৯ জন

আজাদী অনলাইন | শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ১০:৪৬ পূর্বাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৬০ শতাংশ। এদিনও করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনিবার (১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৮ জন মহানগর এলাকার ও ১ জন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৬৪২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ২৭১ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৭১ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর ১৮০ শিক্ষককে সম্মাননা প্রদান
পরবর্তী নিবন্ধবক্সিরহাট এলাকায় আগুনে ৭ দোকান পুড়ে ছাই