চট্টগ্রামও হতে পারে চলচ্চিত্রের কর্মচঞ্চল ক্ষেত্র

পোর্ট সিটির সেমিনারে বক্তারা

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:৪১ পূর্বাহ্ণ

‘চলচ্চিত্রপ্রেমী ও চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্তদের সহায়তা ও অনুকূল পরিবেশ পেলে চট্টগ্রামেও চলচ্চিত্র নির্মাণের কর্মচঞ্চল ক্ষেত্র তৈরি হবে’। ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলন ও চট্টগ্রাম’ বিষয়ক এক সেমিনারে ২৮ ফেব্রুয়ারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বক্তারা এ আশাপ্রকাশ করেন।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে চট্টগ্রামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনের ঐতিহাসিক প্রক্ষোপট, চলচ্চিত্র সংসদ আন্দোলন ও চর্চার সূত্রপাত, কালজয়ী চলচ্চিত্র, চলচ্চিত্র অধ্যয়নের গুরুত্ব, চলচ্চিত্র শিল্পের সংকট প্রভৃতি বিষয়ে আলোকপাত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরল আনোয়ার। সাংবাদিকতা বিভাগের প্রভাষক প্রশান্ত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোঃ সহিদ উল্যাহ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও আইকিউএসির পরিচালক অধ্যাপক প্রকৌশলী ড. মফজল আহমেদ, বিশেষ অতিথি মানবিক, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন মোহাম্মদ ইউনুস এবং সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল দাশ। বিভাগের সভাপতি দিলরুবা আক্তার ধন্যবাদ জ্ঞাপন করেন। সেমিনারে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ফসিউল আলম, প্রক্টর, ডিবেট ফোরাম সমন্বয়ক, বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখানদীঘি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধশেষ দফায় কলেজ না পাওয়া ১৩৬৬৭ শিক্ষার্থীর আবেদন ফল আজ