চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ক্লাবের দ্বিতীয় তলার এস রহমান হলে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে বিরতিহীন ভোটগ্রহণ। বৈশ্বিক মহামারী করোনার কারণে এবারের নির্বাচনে প্রার্থী এবং ভোটারদের নির্বাচনী কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে প্রবেশের অনুরোধ করা হয়েছে। এবার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।










