চিপস-চকলেটের লোভ দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুর দাদীর করা অভিযোগের প্রেক্ষিতে প্রতিবেশী মো. ইয়ার খান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে নগরীর আগ্রাবাদ দামুয়া পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. ইয়ার খান কুমিল্লার মুরাদনগরের কামিলা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, চিপস-চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করে ইয়ার খান। সর্বশেষ ধর্ষনের পর গুরুতর অসুস্থ হয়ে পড়ে শিশুটি। হাসপাতালে নেয়ার বিষয়টি জানাজানি হলে অভিযোগ করেন তার দাদী। অভিযোগ পেয়ে ইয়ার খানকে গ্রেপ্তার করা হয়।
শিশুটির দাদী জানান, তিনি আগে মানুষের বাসা বাড়িতে কাজ করতেন। বর্তমানে ভিক্ষাবৃত্তি করেন। তাদের পাশেই থাকেন ইয়ার খান। তিনি বাইরে গেলেই ইয়ার খান চিপস- চকলেটের লোভ দেখিয়ে তাকে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করে। এরকম একাধিকবার ধর্ষণের বিষয়টি জানলেও লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যায় শিশুটির পরিবার। গত ৫ জুলাই দাদী বাইরে গেলে একই কায়দায় শিশুটিকে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করে ইয়ার খান। দাদী বাসায় এসে নাতনিকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলে নাতনি সব খুলে বলে। পরে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেয়া হয়।












