চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী লেগুনা ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে কাভার্ডভ্যান চালক। এসময় আহত হয় কাভার্ডভ্যানে থাকা অপর এক ব্যক্তি। গত শনিবার দিবাগত রাতে মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং গয়ালমারায় দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মোহাম্মদ আলাউদ্দিন (৪৫)। তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খিলা ইউনিয়নের মোখলেছুর রহমানের পুত্র। আহত হন ওই ভ্যানে থাকা মোহাম্মদ কাইছার (২৫)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) টিটু দত্ত জানান, শনিবার দিবাগত রাতে কক্সবাজারমুখি যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










