চকরিয়ায় পাঁচ বছরের সাজাপ্রাপ্তসহ চার আসামি গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৯:০১ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ পলাতক চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়। গত রোববার দিবাগত রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মো. এনামুল হক মঞ্জু। তিনি চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনা মাষ্টার পাড়ার আহম্মদ হোছেনের ছেলে। অন্য তিনজন হলেন উপজেলার কোনাখালী ইউনিয়নের দক্ষিণ কোনাখালী আবদুল হাকিম পাড়ার হাবিবুর রহমানের ছেলে বেলাল উদ্দিন, বদরখালী গ্রামের আবুল হোছাইনের ছেলে আবদুর রশিদ ও চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. নুরুল হাকিম বাবু। গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কোন আসামীর পরোয়ানা থানায় পড়ে থাকবে না। প্রতিদিনই গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা