ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সন্দ্বীপে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:৩২ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত সন্দ্বীপ উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল সোমবার দুপুরে উপজেলার ৪ নম্বর সন্তোষপুর, ৫ নম্বর দীর্ঘাপাড় ও ১৯ নম্বর আমানউল্যা ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্ত ৩৭০ পরিবারকে চাল, ডাল, চিনি, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, মোমবাতি ও ম্যাচ বক্স দেয় নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ। এ ছাড়া ভোলার মনপুরা উপজেলার চর নিজাম উদ্দিনে বসবাসকারী ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে অনুরূপ খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে নৌবাহিনী। দেশের উপকূলীয় এলাকায় নৌবাহিনীর মোতায়ন করা সব কন্টিনজেন্ট ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেওয়ার কার্যক্রম চলমান রেখেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই বিস্কুট কারখানাকে ৮ লক্ষ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে ফ্লো মিটার ও অক্সিজেন সিলিন্ডার প্রদান