বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে মহানগর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন টিমের অধীনে ৩৬নং গোসাইলডাঙ্গা-নিমতলা ওয়ার্ড বিএনপি এ ইউনিটের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। গতকাল সোমবার নিমতলা দিয়ার পাড়ায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন টিমের আহবায়ক মো. এরশাদুল্লাহ। ওয়ার্ড বিএনপি সভাপতি হুমায়ুন কবির সোহেলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মজিবুল হক, নিয়াজ মো. খান, শামশুল আলম, আবদুল হাকিম, সবুর, হানিফ সওদাগর, জাহিদুল হাসান, হাজী হোসেন, মুসা, আবু জহুর, খুরশীদ, মিয়া, আবু মনসুর, নাজিম উদ্দীন, আবু সাঈদ হারুন, জাহাঙ্গীর, শওকত মান্নান, মো. মাহাবুব, আব্বাস, মো. কাঞ্চন, পাখি, তাজ মোহাম্মদ, জাহেদ, হেলাল, নেজাম, ছালে জহুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












