গুলজার আহমেদ স্ট্যান্ডার্ড ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত

| বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ গত ৩০ মার্চ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৭৩তম সভায় ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী গুলজার আহমেদের জন্ম সিলেট জেলার গোলাপগঞ্জে। শিক্ষাজীবন শেষে তিনি নিজেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আপন জুয়েলার্স এ নিজেকে সম্পৃক্ত করেন। তিনি ইউনিক গোল্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিনিয়র সহসভাপতি এবং সংগঠনটির ব্যাংক ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান। তিনি বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্র্স অ্যাসোসিয়েশনের (বিজেএমইএ) ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, এফবিসিসিআই’র সদস্য, বায়তুল মোকাররম মার্কেট ব্যবসায়ী গ্রুপের সদস্য, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সহসভাপতি এবং গুলশান ডিএনসিসি মার্কেট কমিটির প্রধান উপদেষ্টা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅরুণাচলের ১১ জায়গার নাম বদলাল চীন ক্ষুব্ধ ভারত
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে ইফতার মাহফিল