খালেদাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া মৌলিক অধিকার হরণ

মহানগর বিএনপির স্মারকলিপি

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১১:১৩ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে মহানগর বিএনপি। গতকাল বুধবার বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাজানো মামলায় ফরমায়েসি রায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দল ও পরিবারের পক্ষ থেকে বারবার তার সুচিকিৎসার জন্য দাবি করা হলেও সরকার এ বিষয়ে সম্পূর্ণরূপে নির্বিকার থাকে। চিকিৎসাধীন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করেছে। তার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও আইন বিশেষজ্ঞগণ। আজকে দেশের আপামর জনসাধারণ দেশনেত্রীর মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে সোচ্চার। সুচিকিৎসার জন্য বিদেশ যেতে দেশের প্রচলিত আইনে কোন বাধা নেই বলে আইন বিশেজ্ঞরা অভিমত দিয়েছেন। বিদেশে সুচিকিৎসার সুযোগ না দেয়া তার মৌলিক অধিকার হরণ। দেশবাসী এই নির্দয় সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায়। মানবিক বিবেচনায় বেগম জিয়াকে মুক্তি এবং তাকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠাতে হবে।
জেলা প্রশাসকের পক্ষে এনডিসি তৌহিদুর ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আব্দুল মান্নান, অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, আনোয়ার হোসেন লিপু, মনজুর আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম, আলী মুর্তজা খান, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
দক্ষিণ জেলা বিএনপি : খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসকের প্রতিনিধি বরাবরে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে এক সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবেবুর রহমান শামীম বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই সময়ে বেগম জিয়াকে জরুরি ভিত্তিতে বিদেশে পাঠানো প্রয়োজন। কিন্তু সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে খালেদা জিয়াকে বিদেশে নিতে দিচ্ছে না।
প্রধান বক্তা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বেগম জিয়াকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খানের সঞ্চালনায় সমাবেশে ও স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন নুরুল আনোয়ার চৌধুরী, লায়ন হেলাল উদ্দিন, হুমায়ুন কবির আনসার, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, ফৌজুল আমিন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. শহীদুল আলম শহীদ, আবুল কালাম আবু, সরওয়ার হোসেন, নাঈম চৌধুরী রিকু, সেলিনা হক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির সাবেক এমপি মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধলোহাগাড়া ও কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু