খাগড়াছড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৪০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যেগে খাগড়াছড়ির দীঘিনালায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সার্বিক ব্যবস্থাপনায় দীঘিনালা জোনের আয়োজনে উপজেলার বাবুছড়ামুখ উচ্চ বিদ্যালয়ে চিকিৎসা সেবা ক্যাম্পে ৫টি ইউনিয়নের গরীব দুঃস্থ পাহাড়ি-বাঙালি পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। দীঘিনালা জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ‘মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যেগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে দীঘিনালার ৫টি ইউনিয়নে ১০০০ মানুষকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে ৪টি বুথ ও ২ মেডিসিন কর্নার স্থাপন করে উপজেলার অন্তত ১ হাজার মানুষকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেয়া হয়। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় খুশি সাধারণ মানুষ।

পূর্ববর্তী নিবন্ধবু বু ওয়ার্ল্ডের মেম্বারশীপ কার্ড উদ্বোধন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা