খাগড়াছড়িতে ঋণ বিতরণ ও আদায় বিষয়ে আলোচনা

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৩৬ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে সিএমএসএমই ঋণ বিতরণ ও আদায় বিষয়ক আলোচনা সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার উপ-পরিচালক মো. জোনায়েদ হোসেন ভূঁইয়া। অতিথি ছিলেন জনতা ব্যাংকের এজিএম মো. হাসানুজ্জামান ও কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারুল আজম সিরাজী। বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় খাগড়াছড়িতে ঋণ খেলাপির পরিমাণ কম। নারী ঋণ খেলাপির পরিমাণ আরো কম। এসময় গ্রাহকরা ব্যাংক ঋণ গ্রহণে জটিলতা কমানোর আহ্বান জানান। পার্বত্য অঞ্চলে সহজ শর্তে ঋণ বিতরণের দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধহেলথ এসিসট্যান্ট এসো’র সভা, চার দাবি
পরবর্তী নিবন্ধপাঁচ শতাধিক শিশুকে খৎনা, বিনামূল্যে ওষুধ