জাপানের ওপর দিয়ে ছোড়া উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্টায় ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার মঙ্গলবারের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।
পারমাণবিক শক্তিধর দেশটি মঙ্গলবার যে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তা আগের ক্ষেপণাস্ত্রগুলোর তুলনায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে, পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে উড়ে গিয়ে সমুদ্রে পড়েছে। তাদের ওই ক্ষেপণাস্ত্রের কারণে বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে জাপানকে সতর্কবার্তাও জারি করতে হয়।
এর পাল্টায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সাগরে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে বুধবার জানিয়েছে সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ। এর আগে এই দুই মিত্র দেশ পীত সাগরে যুদ্ধবিমান থেকে বোমা মারার মহড়া চালায়।