ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ সেলিম আসলাম সোহেল গতকাল বুধবার দুপুর ১টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি মা, বাবা, স্ত্রী এবং দুই সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১১ টায় নিজবাড়ি চকরিয়ার ঢেমুশিয়া জিন্নাত আলী চৌধুরী স্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। উল্লেখ্য, সেলিম আসলাম চট্টগ্রাম আবাহনী সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক, আবাহনী সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতির দায়িত্বও পালন করেন।
সেলিম আসলাম সোহেলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন-চট্টগ্রাম আবাহনীর মহাসচিব ও হুইপ শামসুল হক চৌধুরী, আঞ্জুমান মফিদুল ইসলাম, চট্টগ্রামের সিনিয়র সভাপতি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সাধারণ সম্পাদক লায়ন নজমুল হক চৌধুরী ও কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আবাহনী কর্মকর্তা জসিম উদ্দিন, সিজেকেএস নির্বাহী সদস্য নাসির মিয়া, আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি নাসির উদ্দিন মাহমুদ প্রমুখ।












