ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

উখিয়ার বালুখালীর রোহিঙ্গা শরণার্থী শিবিরে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে, গুলিবিদ্ধ হয়েছেন একজন। গতকাল সোমবার সকালে বালুখালী ৮ ওয়েস্ট ক্যাম্পের এ/১৪ ও ১৫ ব্লকে এ গোলাগুলির ঘটনা ঘটে। বিবদমান সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরসা ও আরএসও’র মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে দাবি রোহিঙ্গাদের।

নিহত রোহিঙ্গা উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পের সিরাজ হোসেনের ছেলে ইমান হোসেন (১৮)। এ ঘটনায় অপর আহত যুবক একই ক্যাম্পের এফ/১৭ ব্লকের রোহিঙ্গা আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ নুর (৩৪)। উভয়ে সশস্ত্র রোহিঙ্গা সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) ক্যাডার বলে জানা যায়।

সূত্রে জানা যায়, গতকাল সকালে সংঘটিত গোলাগুলিতে উভয় গ্রুপ অন্তত ২০২৫ রাউন্ড গুলি বিনিময় করে। এ সময় ইমান হোসেন ও মোহাম্মদ নুর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ক্যাম্প৯ এর আইওএম’র হাসপাতালে নেওয়ার পর সেখানে ইমান হোসেনের মৃত্যু হয় এবং মোহাম্মদ নুর চিকিৎসাধীন অবস্থায় আছেন। উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সকালে রোহিঙ্গা ক্যাম্প দুই সন্ত্রাসী গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা মারা গেছে বলে খবর পেয়েছি। তবে কারা কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে থানা পুলিশ ও এপিবিএন কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বিনামূল্যে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন
পরবর্তী নিবন্ধপটিয়ায় ইসলামী ফ্রন্টের সমাবেশ ও মিছিল