কোরআন সুন্নাহর সঠিক মর্মবাণী তুলে ধরে মানুষের ঈমান আক্বিদা মজবুত করতে হবে

তাফসিরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভায় বক্তারা

| মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ

দ্বীনি ও মানবসেবামূলক সংগঠন আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের উদ্যোগে আগামী ১০ ও ১১ জানুয়ারি (শুক্রবার ও শনিবার) নগরীর লালদীঘি ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গঠিত বিভিন্ন উপকমিটির প্রস্তুতি সভা ৮ ডিসেম্বর নগরীর আর বি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। স্বাগত বক্তব্য দেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী। প্রস্তুতি সভায় বক্তারা বলেন, কোরআন সুন্নাহর মনগড়া অপব্যাখ্যার ফলে এর সঠিক মর্মবাণী জনসমক্ষে পৌঁছাচ্ছে না। মানুষের ঈমান আক্বিদা আমলের সুরক্ষায় কোরআনসুন্নাহর সঠিক মর্মবাণী ও দিক নির্দেশনা গ্রহণযোগ্য যুগোপযোগী পন্থায় সবার সামনে উপস্থাপন করতে হবে। এজন্যই এই তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন। বক্তারা আগামী ১০ ও ১১ জানুয়ারি অনুষ্ঠেয় তাফসিরুল কোরআন মাহফিলে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান। সভায় আলোচনায় অংশ নেন, আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের ট্রাস্টি মাওলানা এম এ মতিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, সাংবাদিক স ম ইব্রাহীম, অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, পীরজাদা আল্লামা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ, পীরজাদা মাওলানা সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, অ্যাডভোকেট আবু নাছের তালুকদার, এম সোলাইমান ফরিদ, অধ্যাপক মাওলানা সৈয়দ জালাল উদ্দিন আযহারী, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়বী, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, এম. মহিউল আলম চৌধুরী, আ ব ম খোরশিদ আলম খান, ব্যাংকার ফজলুল করিম তালুকদার, সৈয়দ মুহাম্মদ আবু আজম, নাছির উদ্দিন মাহমুদ, আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী, মাওলানা আবদুন্নবী আলকাদেরী, মাওলানা গিয়াস উদ্দিন নেজামী, মাওলানা সেকান্দর হোসাইন আলকাদেরী, মাওলানা সোহাইল উদ্দিন আনসারী, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, জসিম উদ্দিন মাহমুদ, হাবিবুল মুস্তফা সিদ্দিকী, মাওলানা সৈয়দ আবু নওশাদ নঈমী, আবদুল করিম সেলিম, মাওলানা আশরাফুল আলম, মুহাম্মদ কামাল পাশা চৌধুরী, শাহজাদা নিজামুল করিম সুজন, মুহাম্মদ ওবাইদুল্লাহ, ফাহাদ বিন আজাদ সিদ্দিকী, মুহাম্মদ তারিফ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালির মাসিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধগণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে