কোনো ভাবেই প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না

লিয়াকত আলী খানের স্মরণসভায় আ.জ.ম নাছির

| শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৫:০৬ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক কমিশনার লিয়াকত আলী খানের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, লিয়াকত আলী খানের হত্যাকারীরা আইনের ফাঁকফোকড় দিয়ে বেরিয়ে এসে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তিনি লিয়াকত আলী খানের চিহ্নিত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার পাঁচলাইশ ওয়ার্ডে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব সভায় তিনি একথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দিন বলেছেন, গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে সুদৃঢ় করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। মনে রাখতে হবে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অপশক্তি এখনো তৎপর। কোন ভাবেই প্রতিপক্ষ অপশক্তিকে দুর্বল ভাবা যাবে না। এরা আগুন সন্ত্রাস চালিয়ে নিরীহ বাঙালিকে হত্যা করেছে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, উপদেষ্টা শফর আলী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা
পরবর্তী নিবন্ধজ্বীন তাড়ানোর কথা বলে মাদারবাড়ীতে স্কুলছাত্রীর শ্লীলতাহানি, মুয়াজ্জিন গ্রেফতার