কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্যাপন কমিটির প্রস্তুতি সভা গত ২৪ জুন নন্দনকানন রথের পুকুর পাড় তুলসীধামে দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১ জুলাই বিকাল ৩টায় কেন্দ্রীয় রথযাত্রায় অংশগ্রহণকারী নগরের পাথরঘাটা জগন্নাথ মন্দির, সদরঘাট পার্বতী ফকির পাড়া রথযাত্রা উদ্যাপন পরিষদ, মাইজপাড়া রথযাত্রা উদ্যাপন পরিষদ, ফিরিঙ্গীবাজার শাহাজীপাড়া রথযাত্রা উদযাপন পরিষদ, টেকপাড়া সর্বজনীন রথযাত্রা কমিটি, এনায়েত বাজার কেদারনাথ তেওয়ারী কলোনি রথযাত্রা উদযাপন পরিষদ, টাইগারপাস জগন্নাথ সংঘ, গঙ্গাবাড়ি রথযাত্রা উদ্যাপন পরিষদ, পাথরঘাটা গৌর গিরিধারী মন্দির রথযাত্রা উদ্যাপন পরিষদ, হাজারী লেইন শ্রীকৃষ্ণায়ন রথ, পুরাতন কাস্টমস রথযাত্রা উদযাপন পরিষদ সহ বিভিন্ন মঠ-মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, শ্যামদাশ ধর, বিধান ধর, হিরন্ময় ধর, অধ্যাপিকা মীনা দাশ, হরি শংকর ধর, সাগর বিশ্বাস, সোনারাম ধর, রিক্তা দত্ত, সুলাল ধর, সুধীন্দ্র নাথ দত্ত, আশীষ মিত্র, বিজয় কৃষ্ণ চৈতন্য রমন গোস্বামী, ঠাকুর দাশ, সুুনীল দাশ, কানাই দাশ, অমিত সেনগুপ্ত, লক্ষ্মীপদ দাশ, সঞ্জয় বৈষ্ণব, নরোত্তম চন্দ্র সাহা, ব্রজ গোপাল দাশ, অনিল দাশ, বিশ্বজিৎ দাশ, বাপ্পী দাশ, টিংকু দাশ, বরুণ দাশ, প্রদীপ দাশ, শুভজিৎ বিশ্বাস, বাঁধন ঘোষ, অমল দাশ, উজ্জ্বল দাশ, সুব্রত দাশ, জয় দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












