করোনায় আক্রান্ত বিএনপির কেন্দ্রীয় নেতাদের সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গতকাল রবিবার বায়তুশ শরফ জামে মসজিদে কেন্দ্রঘোষিত দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ ও হাবিবুন্নবী খান সোহেলসহ অসুস্থ নেতাকর্মীদের দোয়া মাহফিলে বিএনপি নেতাদের সুস্থতা কামনার পাশাপাশি কারাগারে বন্দি ডা. শাহাদাত হোসেন ও মনোয়ারা বেগম মনিসহ গ্রেফতা নেতাকর্মীদের মুক্তির জন্যও দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মুছা। এতে উপস্থিত ছিলেন এম এ আজিজ, কাজী বেলাল উদ্দিন, আব্দুল মন্নান, হারুন জামান, অধ্যাপক নুরুল আলম রাজু, মঞ্জুরুল আলম চৌধুরী মন্জু, মোহাম্মদ কামরুল ইসলাম, সেকান্দর, বাদশা মিয়া, ইদ্রিস আলী, মোস্তাফিজুর রহমান বুলু,. সালাউদ্দীন, মাহবুবুল আলম বাচ্চু, মো. হোসেন, নুর উদ্দিন সোহেলমহসিন, মোহাম্মদ আজম, জিয়াউর রহমান জিয়া, মুজিবুর রহমান, আবদুল জলিল, হাসান রুবেল, আনোয়ার হোসেন, সুফি মো. ইব্রাহিম প্রমুখ।
উত্তর জেলা বিএনপি : চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির দোয়া মাহফিল গতকাল বাদ আসর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, এডভোকেট আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, অধ্যাপক মহসিন, জাকির হোসেন, আনোয়ার হোসেন, আবু জাফর চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।
দক্ষিণ জেলা বিএনপি : দক্ষিণ জেলা বিএনপির দোয়া মাহফিল গতকাল রোববার হযরত শাহ্ আমানত (রহ.) এর মাজার সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, আনোয়ার হোসেন লিপু, নুরুল আনোয়ার চৌধুরী, লায়ন হেলাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মো. শহীদুল আলম শহীদ, শফিকুল ইসলাম রাহী, হাসান চৌধুরী, আবুল কালাম আবু, সরওয়ার উদ্দিন, এড. তৌহিদুল আলম মাসুদ, দিল মোহাম্মদ মঞ্জু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।