হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আলীপুর গ্রামে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ক্ষেতের ফসল (ধান) ও ফলদ গাছ কেটে সাবার করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার উক্ত ওয়ার্ডের জনৈক সুলতান আহমদ সওদাগরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আলীপুর গ্রামের ভুক্তভোগী কৃষক সৈয়দ মুহাম্মদ নুরুল ইসলাম জানান, তার বড়ির পাশে ৬০ শতক জমিতে তিনি আমন ধান রোপণ করেছেন। তাছাড়া এই জমির আশেপাশে কিছু ফলদ বৃক্ষ রোপণ করেন। গতকাল একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত সকাল ৯টার দিকে অতর্কিত এসে তার রোপা ধান ও ফলদ বৃক্ষ কেটে নষ্ট করে ফেলে। তিনি দুর্বৃত্তদের বাধা দিতে সাহস পায়নি। তবে তিনি এ ব্যাপারে আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন গণমাধ্যমকে।