কিশোর-কিশোরীর আত্মহত্যার চেষ্টা

প্রেমে বাধা

লামা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

পরিবারের পক্ষ থেকে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় লামায় এক কিশোরকিশোরী যুগল বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের টিয়ারঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

রুপসী পাড়া ইউনিয়নের ইউপি সদস্য মো. বাসেত হোসেন জানান, রুপসী পাড়া ইউনিয়নের গাজী পাড়ার এক কিশোরের (১৭) সঙ্গে পার্শ্ববর্তী টিয়ারঝিরি এলাকার ১৩ বছর বয়সী কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারই তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং সম্পর্ক ছিন্ন করতে চাপ প্রয়োগ করে। উভয়ে পরিবারের পক্ষ থেকে বাধা পেয়ে মঙ্গলবার বিকেলে ঘর থেকে পালিয়ে যায়। গতকাল বুধবার সন্ধ্যায় কিশোরীর বাড়ির পার্শ্ববর্তী একটি পাহাড়ে দুজনই এক সঙ্গে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্ক্ষাজনক অবস্থায় কঙবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসী পাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, দুইজনই অপ্রাপ্তবয়স্ক। আবেগের বশবর্তী হয়ে তারা এ কাজ করেছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় কঙবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির অবস্থা বেশি আশঙ্ক্ষাজনক।

লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন কোম্পানি চিনি দেবে ৮৩ টাকা কেজি দরে
পরবর্তী নিবন্ধমহামারীর ধাক্কায় নতুন করে দরিদ্র দেড় কোটি মানুষ