কাস্টমস বন্ড কমিশনারের সাথে বিজিএপিএমইএর মতবিনিময়

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১১:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনারের সাথে বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) চট্টগ্রামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সংগঠনের সদ্য নির্বাচিত প্রথম সহ-সভাপতি মোহাম্মদ বেলাল বলেন, করোনার ধাক্কায় বিশ্বব্যাপী অর্থনৈতিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। আমাদের দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যেও এর প্রভাব পড়ে। নতুন করে এখন করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের কবলে পড়েছে পুরো বিশ্ব। এই কঠিন ক্রান্তিকালে আমরা বিজিএপিএমইএর দায়িত্বভার গ্রহণ করেছি। সেই কঠিন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা জরুরি। এক্ষেত্রে কাস্টমস বন্ড কমিশনারেটের সহযোগিতা আমাদের একান্তভাবে প্রয়োজন। আমাদের সংগঠন সকল এক্সেসরিজ প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এক্সেসরিজ প্রতিষ্ঠানগুলো রপ্তানিমুখী কাজের সাথে সম্পৃক্ত। তাই জাতীয় অর্থনীতিতে এর গুরুত্বও অপরিসীম। রপ্তানি প্রক্রিয়ার সকল ধাপ সহজীকরণের জন্য বন্ড কমিশনারের প্রতি অনুরোধ জানান তিনি। মতবিনিময় সভায় চট্টগ্রাম কাস্টমস বন্ড কশিনারেটের কমিশনার একেএম মাহাবুবুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিজিএপিএমইএর সার্বিক সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে যুগান্তকারী কাজ করে যেতে হবে। তিনি এ সময় বিজিএপিএমইএর উত্থাপিত সকল সমস্যা নিরসনে একান্তভাবে কাজ করার অঙ্গীকার প্রদান করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কাস্টস বন্ড কমিশনারেটের উপ-কমিশনার তপন চক্রবর্তী, উপ-কমিশনার মুহাম্মদ কাউছার আলম পাটওয়ারী এবং বিজিএপিএমইএর পরিচালক মো. শহীদুল ইসলাম চৌধুরী, পরিচালক মো. আবদুল ওয়াজেদ, পরিচালক ইকবাল পারভেজ ও পরিচালক এনামুল হক। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাবুদ্দীন, টিপু সুলতান, তৌহিদুল, হাবিব, আলম, আরিফ, মো. সোহেল ও মিসেস কামরুন্নাহার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ১১ ডিসেম্বর থেকে
পরবর্তী নিবন্ধসেই রোহিঙ্গাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ আদালতের