কাভার্ডভ্যান-ট্রাক সংঘর্ষ, নিহত ২

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মহাসড়ক পিচ্ছিল

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১৬ এপ্রিল, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে কাভার্ডভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের বনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার আধুগনর ইউনিয়নের দক্ষিণ হরিণা মোস্তাক হাজী পাড়ার আছহাব মিয়ার পুত্র ট্রাক চালক কফিল উদ্দিন (২৫) ও একই ইউনিয়নের পেঠানের পাড়ার হারুনুর রশিদের পুত্র ট্রাক চালকের সহকারী মো. মাহফুজ (২০)। দুর্ঘটনায় আহত হয়েছেন কাভার্ডভ্যান চালক মো. রাজু (৪০)। তিনি নগরীর পাহাড়তলী এলাকার মো. রাজা মিয়ার পুত্র।
হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের সাথে বিপরীতমুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালকসহ কফিল উদ্দিন ও মাহফুজ ঘটনাস্থলে নিহত হন। নিহত দুজনই ট্রাকে ছিলেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহত কাভার্ডভ্যান চালক উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনায় দুই গাড়ির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে গেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মহাসড়ক পিচ্ছিল : শুক্রবার দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া সীমানা মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে বেশ কয়েকটি ছোট-বড় দুর্ঘটনাও ঘটেছে।
স্থানীয়রা জানান, মাটি আনা-নেয়ার সময় ট্রাক থেকে মাটি সড়কে পড়ে। বৃষ্টির পানি আর সড়কের মাটি মিশে আঠালো কাঁদা সৃষ্টি হয়েছে। ফলে পিচ্ছিল হয়ে উঠেছে মহাসড়ক। পিচ্ছিল সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে একাধিক মোটরসাইকেল ও অটোরিকশার দুর্ঘটনা ঘটে। এই আঠালো মাটি পাকা সড়কে এমনভাবে ‘পেস্ট’ হয়েছে, এগুলো অপসারণ না করলে সহজে সড়ক থেকে সরবে না। ফলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ৬০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২
পরবর্তী নিবন্ধসম্রাটের কামড়ে আহত নদী জীবন শঙ্কায়